Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রায়পুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা

 

রায়পুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা

 

ফরিদপুর জেলাধীন মধুখালী উপজেলা থেকে ৭ কিঃ মিঃ পূর্বে দীঘলিয়া বাসষ্ট্যান্ডের দক্ষিনে রায়পুর ইউনিয়ন পরিষদটি অবস্থিত, ইউনিয়ন পরিষদের ভবনটি ঢাকা খুলনা মহাসড়কের হাইও সড়কের সংলগ্নে অবস্থিত । ফরিদপুর  থেকে রায়পুর ইউনিয়ন এর দূরত্ব ১৯ কিলোমিটার। এখানে সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে বাস। এছাড়া /ইজিবাইক/সিএনজি/গতি/রেন্ট-এ-কার এবং নিজস্ব যানবাহনে মধ্যবিত্ত ও বিত্তশালীগণ ভ্রমণ করেন। ইউনিয়ন থেকে উপজেলা অফিসের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে বাস । এছাড়া / ইজিবাইক / সিএনজি / গতি / রেন্ট-এ-কার এবং নিজস্ব যানবাহন এবং উপজেলা সদরে যোগাযোগের মাধ্যম হচ্ছে গতিগাড়ি, ইজি বাইক এবং রিক্সা। এছাড়া ইউনিয়ন পরিষদ অফিস সহ ইউনিয়ন এর সকল আভ্যমত্মরীন যোগাযোগের ক্ষেত্রে একমাত্র মাধ্যম হচ্ছে ইজিবাইক এবং রিকসা। আভ্যমত্মরীন মালামাল পরিবহনের ব্যবহৃত হয় নছিমন, ভ্যান, রিক্সা ইত্যাদি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ফরিদপুর সহ দেশের সর্বত্র থেকে মালামাল পরিবহনে ট্রাকের মাধ্যমে আনা নেওয়া হয়। গুরম্নত্বপূর্ণ রোগী বহনে। একমাত্র মাধ্যম ইজিবাইক। এছাড়া মাঝে মাঝে ক্লিনিকগুলির  এ্যাম্বুলেন্সও ব্যবহার হয়ে থাকে।

 


মোবাইলঃ

 

1.    চেয়ারম্যানঃ ০১৭১২৮৪৪৯৭৭

2.    সচিবঃ        ০১৭২৮২৩৪৭৬৭

3.    উদ্যোক্তাঃ   ০১৭১১৪৪৮০৬২